empty
 
 

কীভাবে এই প্যাটার্ন চিহ্নিত করবেন?

১. যখন প্রবণতা নিম্নমুখী, তখন সাদা ক্যান্ডেলস্টিকের পর কালো ক্যান্ডেলস্টিক তৈরি হয়, এক্ষেত্রে প্রাইস এর অবস্থান কালো ক্যান্ডেলস্টিকের ক্লোজিং প্রাইসের উপরে।
২. তৃতীয় ক্যান্ডেলস্টিকটি কালো এবং তার ক্লোজিং প্রাইস প্রথম কালো ক্যান্ডেলস্টিকের ক্লোজিং প্রাইসের সমান।

প্যাটার্নের দৃশ্যপট ও ধরণ

বাজারে লক্ষ্যনীয় নিম্নমুখী প্রবণতা থাকে। পরের দিন ওপেনিং প্রাইস ঊর্ধ্বমুখী থাকে, সারাদিন ঊর্ধ্বমুখী ট্রেডিং হয়, হাই তৈরি করে ক্লোজ হয় বা হাই এর কাছাকাছি পৌঁছায়। এ ধরণের মূল্য প্রবণতা থেকে মনে হতে পারে যে, পূর্ববর্তী নিম্নমুখী প্রবণতা হয়ত শেষ হয়েছে এবং ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছে, তাই শর্ট ডিলগুলো ক্লোজ করা বা স্টপ অর্ডারের মাধ্যমে নিরাপদ করা উচিত। পরের দিন ওপেনিং প্রাইস অপেক্ষাকৃত বেশি থাকে এবং ক্লোজ হয় উপরের দিকে। এরপর মূল্য প্রবণতা নিম্নমুখী হয় এবং দুই দিন আগে যেখানে ছিলো সেখানে ক্লোজ হয়।

যদি সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেল নির্ধারণ করা না যায়, তাহলে ঝুঁকি বৃদ্ধি পাবে। ট্রেডিংয়ের পরবর্তী দিন আপনি বাজার পরিস্থিতি সম্পর্কে আরও ধারণা পাবেন।

প্যাটার্নের নমনীয়তা

ট্রেডিং সম্পর্কে জাপানিদের নির্দেশনা অনুযায়ী, দুইটি কালো ক্যান্ডেলস্টিকের সাপোর্ট লেভেলের অবস্থান লো-তে। ক্লোজিং প্রাইসের সাপোর্ট লেভেল আরও বেশি নির্ভরযোগ্য, তাই প্রবণতা বিপরীতমুখী হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

প্যাটার্নের পরিবর্তন

তৃতীয় দিনের ট্রেডিং রেঞ্জ থেকে যদি প্রথম কালো ক্যান্ডেলস্টিক বেশ ছোট থাকে তাহলে স্টিক স্যানউইচ পরিবর্তিত হয়ে ইনভার্টেড হামার -এ পরিণত হয়। যদি প্রথম দিনের ক্যান্ডেলস্টিক বডি ছোট থাকে এবং প্রথম দিনের ট্রেডিং রেঞ্জের তুলনায় তৃতীয় দিনের ট্রেডিং রেঞ্জ দুই বা তিনগুণ প্রশস্ত হয়, তাহলে প্যাটার্ন পরিবর্তিত হয়ে বুলিশ ইনভার্টেড হামার -এ পরিবর্তিত হয়।

শর্তগুলো পূরণ হলে স্টিক স্যান্ডউইচ কালো ক্যান্ডেলস্টিক তৈরি করে, যা বিয়ারিশ হিসাবে পরিচিত। এক্ষেত্রে প্যাটার্ন সম্পর্কে নিশ্চিত হতে হবে।

একই ধরণের প্যাটার্ন

প্যাটার্নটির সর্বশেষ দুইদিন দেখতে বিয়ারিশ এনগালফিং প্যাটার্নের মতই মনে হয়। মাঝে মাঝে স্পষ্ট পূর্ববর্তী প্রবণতা বিহীন বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পরিবর্তে সাপোর্ট লেভেলের উপর মনোনিবেশ করাই উত্তম।

স্টিক স্যান্ডউইচ প্যাটার্ন

ডাউনলোড


তালিকায় ফিরে যান
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.