empty
 
 
13.01.2025 05:58 AM
EUR/USD পেয়ারের ট্রেডিংয়ের পরামর্শ এবং বিশ্লেষণ, ১৩ জানুয়ারি: ননফার্ম পেরোল প্রতিবেদনের ফলাফল ইউরোর উপর চাপ সৃষ্টি করেছে

EUR/USD পেয়ারের 5-মিনিটের চার্টের বিশ্লেষণ

This image is no longer relevant

শুক্রবার EUR/USD পেয়ার তীব্র দরপতনের শিকার হয়, এবং মাত্র পাঁচ মিনিটের মধ্যে পুরো দরপতন ঘটে। নন-ফার্ম পেরোল এবং বেকারত্ব সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর, ইউরোর মূল্য প্রায় 100 পিপস কমে যায়। তবে, আরও সঠিকভাবে বলতে গেলে, এই সময়ে ডলার 100 পিপস শক্তিশালী হয়। ইউরোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি মূলত মৌলিক বা সামষ্টিক অর্থনৈতিক সমর্থনের উপর নির্ভর করতে পারে না। সুতরাং, যেকোনো সমর্থন প্রযুক্তিগত কারণ থেকেই আসতে হবে। শুক্রবারের ট্রেডিংয়ে, এই পেয়ারের মূল্য পূর্ববর্তী স্থানীয় নিম্ন লেভেলের নিচে যেতে ব্যর্থ হয়েছে, যা ইঙ্গিত দেয় যে মার্কেটের ট্রেডাররা এখনও 1.0230 লেভেলের নিচে এই পেয়ারের বিক্রির জন্য প্রস্তুত নয়। যদিও এটি কাকতালীয় হতে পারে, তবে এটি একটি সম্ভাব্য কনসোলিডেশনের ইঙ্গিতও দিতে পারে। 4-ঘন্টার টাইমফ্রেমে দেখা যাচ্ছে, মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের সম্ভাবনা রয়েছে, যেখানে ফ্ল্যাট রেঞ্জের নিচের সীমানা 1.0230 এবং উপরের সীমানা 1.0430 হতে পারে।

শুক্রবার প্রকাশিত ডিসেম্বরের ননফার্ম পেরোল প্রতিবেদনের ফলাফল প্রত্যাশার চেয়ে ভালো ছিল, এবং বেকারত্বের হার প্রত্যাশার চেয়ে কম ছিল। এটি ট্রেডারদের ডলার কেনার জন্য প্রয়োজনীয় সমর্থন দিয়েছে, যারা গত তিন মাস ধরে ধারাবাহিকভাবে ডলার ক্রয়ের প্রবণতা বজায় রেখেছে। এই প্রেক্ষাপটে, ইউরোর এত কম দরপতন হওয়াই আশ্চর্যের বিষয়।

যদিও শুক্রবার এই কারেন্সি পেয়ারের মূল্যের মুভমেন্ট বেশ তীব্র ছিল, তবে দরপতন এতটাই আকস্মিক ছিল যে কার্যকর ট্রেডিংয়ের সুযোগ খুব কম ছিল। 4-ঘন্টার টাইমফ্রেমে যারা আগাম শর্ট পজিশনে এন্ট্রি করেছিলেন, তারা ভালো ফল পেয়েছেন। তবে, 5-মিনিটের টাইমফ্রেমে, মার্কিন প্রতিবেদনের ফলাফলের প্রতি প্রতিক্রিয়া জানানোর খুব কম সুযোগ ছিল। একমাত্র কার্যকর ট্রেড ছিল 1.0269 লেভেল থেকে দুটি রিবাউন্ড, যা থেকে মুনাফা করা সম্ভব ছিল।

COT রিপোর্ট

This image is no longer relevant

৩১ ডিসেম্বরে প্রকাশিত সর্বশেষ কমিটমেন্ট অব ট্রেডার্স (COT) রিপোর্টে ইঙ্গিত পাওয়া গেছে যে নন-কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশন এখন বুলিশ রয়েছে। তবে, সম্প্রতি বিয়ারিশ ট্রেডাররা আধিপত্য বিস্তার করেছে। দুই মাস আগে, প্রফেশনাল ট্রেডারদের শর্ট পজিশনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছিল, যার ফলে দীর্ঘ সময় পর প্রথমবারের মতো নেট পজিশনের নেগেটিভ মান দেখা গিয়েছে। এই পরিবর্তন এই ইঙ্গিত দেয় যে ইউরো বেশি বিক্রি করা হচ্ছে এবং কম কেনা হচ্ছে।

আমরা এখনও ইউরোর দর বৃদ্ধির জন্য কোনো মৌলিক প্রভাবক চিহ্নিত করতে পারিনি। প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে, EUR/USD পেয়ার দীর্ঘ সময় ধরে কনসোলিডেশন পর্যায়ে রয়েছে। সাপ্তাহিক টাইমফ্রেমে, ডিসেম্বর 2022 থেকে ইউরো 1.0448 এবং 1.1274 লেভেলের মধ্যে ট্রেড করেছে। 1.0448 লেভেল ব্রেকের ফলে আরও দরপতনের সম্ভাবনা তৈরি হয়েছে।

এছাড়াও, COT রিপোর্টে দেখা যাচ্ছে যে লাল এবং নীল লাইন একে অপরকে অতিক্রম করেছে, যা মার্কেটে বিয়ারিশ প্রবণতা নির্দেশ করে। সর্বশেষ সাপ্তাহিক রিপোর্ট অনুযায়ী, নন-কমার্শিয়াল ট্রেডারদের লং পজিশনের সংখ্যা 9,300 বৃদ্ধি পেয়েছে, যখন শর্ট পজিশনের সংখ্যা 10,400 বেড়েছে, যার ফলে নেট পজিশনের সংখ্যা 1,100 হ্রাস পেয়েছে।

EUR/USD পেয়ারের 1H চার্টের বিশ্লেষণ

This image is no longer relevant

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে, আবারও EUR/USD পেয়ারের মূল্যের তিন মাসব্যাপী নিম্নমুখী প্রবণতা পুনরায় শুরু করার প্রচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। আমরা মনে করি যে মধ্যমেয়াদে এই পেয়ারের দরপতন অব্যাহত থাকবে। ফেডারেল রিজার্ভ 2025 সালে মাত্র একবার বা দুবার সুদের হার কমাবে বলে আশা করা হচ্ছে, যা ট্রেডারদের প্রত্যাশার চেয়ে অধিক হকিশ বা কঠোর অবস্থান। আমরা মনে করি যে ইউরোর মূল্যের উল্লেখযোগ্য বৃদ্ধিকে সমর্থন করার জন্য কোনো মৌলিক কারণ নেই। এই পেয়ারের মূল্য ইচিমোকু সূচকের লাইনগুলোর নিচে থাকার ফলে এখনও বিয়ারিশ প্রবণতা বিরাজ করছে।

আজকের গুরুত্বপূর্ণ ট্রেডিং লেভেলগুলো হলো: 1.0195, 1.0269, 1.0340–1.0366, 1.0461, 1.0524, 1.0585, 1.0658–1.0669, 1.0757, 1.0797, 1.0843, এবং 1.0889। এছাড়াও, সেনকৌ স্প্যান বি লাইন (1.0342) এবং কিজুন-সেন (1.0325) লাইনের দিকে মনোযোগ দেওয়া উচিত। মনে রাখবেন যে ইচিমোকু সূচকের লাইনগুলো দিনের বেলা অবস্থান পরিবর্তন করতে পারে, যা ট্রেডিং সিগন্যাল সনাক্ত করার সময় বিবেচনা করা উচিত। সিগন্যালটি ভুল প্রমাণিত হলে সম্ভাব্য লোকসানের হাত থেকে সুরক্ষা পেতে এই পেয়ারের মূল্য নির্ধারিত দিকে 20 পিপস মুভমেন্টের পর ব্রেকইভেনে স্টপ লস সেট করুন।

সোমবার ইউরোজোন বা মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত নেই। যদি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী কারেকশন চলমান থাকে, তবে 1.0430 লেভেলের দিকে একটি হরাইজন্টাল চ্যানেলের মধ্যে মূল্য বৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি পাবে। বিপরীতে, যদি 1.0230 লেভেল ব্রেকের জন্য নতুন প্রচেষ্টা দেখা যায়, তবে এটি মার্কেটের ট্রেডারদের এই পেয়ার বিক্রি করার প্রস্তুতি নির্দেশ করবে।

চার্টের সূচকসমূহের বর্ণনা:

  • মূল্যের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো হচ্ছে গাঢ় লাল লাইন, যার কাছাকাছি মুভমেন্ট শেষ হতে পারে। এগুলো ট্রেডিং সিগন্যাল প্রদান করে না।
  • কিজুন-সেন এবং সেনকৌ স্প্যান বি লাইন হল ইচিমোকু সূচকের লাইন, যা 4-ঘন্টা থেকে এক ঘন্টার চার্টে সরানো হয়েছে। এগুলো শক্তিশালী লাইন।
  • এক্সট্রিম লেভেল হল হালকা লাল লাইন যেখান থেকে মূল্য আগে বাউন্স করেছে। এগুলো ট্রেডিং সিগন্যাল প্রদান করে।
  • হলুদ লাইন হল ট্রেন্ড লাইন, ট্রেন্ড চ্যানেল এবং অন্য কোন প্রযুক্তিগত নিদর্শন।
  • COT চার্টে সূচক 1 প্রতিটি শ্রেণীর ট্রেডারদের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.