empty
 
 
09.12.2024 03:35 PM
EUR/USD: মার্কিন সেশনের জন্য ট্রেডিংয়ের পরিকল্পনা - ৯ ডিসেম্বর (সকালের ট্রেডের পর্যালোচনা)। ইউরো ক্রেতারা হাল ছেড়ে দেয়নি

আমার সকালের পূর্বাভাসে, আমি 1.0535 লেভেলের কথা উল্লেখ করেছিলাম এবং এই পেয়ারের মূল্য এই লেভেলের আশেপাশে থাকা অবস্থায় মার্কেটে এন্ট্রির সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করেছিলাম। আসুন 5-মিনিটের চার্টটি দেখে বিশ্লেষণ করি কী ঘটেছে। এই পেয়ারের মূল্য হ্রাস এবং 1.0535 লেভেলের কাছাকাছি একটি ফলস ব্রেকআউট এই পেয়ার ক্রয় সুযোগ তৈরি করেছিল, যার ফলে এই পেয়ারের মূল্য 50 পয়েন্টেরও বেশি বৃদ্ধি পায়। দিনের দ্বিতীয়ার্ধের জন্য প্রযুক্তিগত চিত্র অপরিবর্তিত রয়েছে।

This image is no longer relevant

EUR/USD পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা:

আজ উল্লেখযোগ্য মার্কিন পরিসংখ্যানের প্রকশিত না হওয়ায় এটি ইউরোর চাহিদা বৃদ্ধিতে মূল ভূমিকা পালন করবে, যা মূল্যকে গত সপ্তাহের সর্বোচ্চ লেভেলে ফিরে যাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলবে। মার্কিন যুক্তরাষ্ট্রে হোলসেল ইনভেন্টরির পরিবর্তনের তথ্য মার্কেটের গতিশীলতাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করার সম্ভাবনা নেই। এই কারণে, আমি 1.0560 সাপোর্ট লেভেলের আশেপাশে কাজ করার পক্ষে। কেবলমাত্র একটি ফলস ব্রেকআউট এখানে লং পজিশন ওপেন করার জন্য একটি উপযুক্ত শর্ত প্রদান করবে, যার লক্ষ্যমাত্রা হবে 1.0595 লেভেলে আরেকটি বৃদ্ধি, যা এখন পর্যন্ত অতিক্রম করা কঠিন হয়ে পড়েছে।

এই রেঞ্জের একটি ব্রেকআউট এবং রিটেস্ট একটি সঠিক বাই এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করবে, যেখানে পরবর্তী লক্ষ্যমাত্রা হবে 1.0625 (গত সপ্তাহের সর্বোচ্চ লেভেল) এবং 1.0653 (লাভ নেওয়ার জন্য চূড়ান্ত লক্ষ্য)। এই লেভেলের টেস্ট ইউরোর মূল্যের বুলিশ প্রবণতাকে শক্তিশালী করবে।

যদি EUR/USD পেয়ারের দরপতন ঘটে এবং দিনের দ্বিতীয়ার্ধে 1.0560 লেভেলের আশেপাশে কোনো কার্যকলাপ না দেখা যায়, তবে এই পেয়ারের উপর চাপ বৃদ্ধি পাবে এবং একটি সাইডওয়েজ চ্যানেলে কনসলিডেশন তৈরি হবে। এই ক্ষেত্রে, আমি কেবলমাত্র 1.0535 সাপোর্ট লেভেলের কাছাকাছি একটি ফলস ব্রেকআউটের পরে লং পজিশনে এন্ট্রির কথা বিবেচনা করব। 1.0507 লেভেলে একটি তাৎক্ষণিক রিবাউন্ডের ক্ষেত্রে লং পজিশন ওপেন করার পরিকল্পনা রয়েছে, যেখানে 30-35 পয়েন্টের দৈনিক কারেকশনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

EUR/USD পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা:

দিনের দ্বিতীয়ার্ধে বিক্রেতাদের জন্য 1.0595 রেজিস্ট্যান্স লেভেল সুরক্ষিত রাখা প্রধান অগ্রাধিকার থাকবে। এখানে একটি ফলস ব্রেকআউট শর্ট পজিশন ওপেন করার জন্য একটি ভালো সুযোগ দেবে, যার লক্ষ্যমাত্রা হবে 1.0560 সাপোর্ট লেভেলের দিকে দরপতন, যেখানে মুভিং এভারেজ বিক্রেতাদের পক্ষে কাজ করছে।

এই রেঞ্জের নিচে একটি ব্রেকআউট এবং কনসলিডেশন, পরে নিচ থেকে একটি রিটেস্ট এই পেয়ার বিক্রয়ের জন্য আরেকটি সংকেত হবে, যার লক্ষ্যমাত্রা হবে 1.0535 এর লেভেল। শর্ট পজিশনের চূড়ান্ত লক্ষ্যমাত্রা হবে 1.0507, যেখানে মুনাফা গ্রহণ করা উচিত।

যদি দিনের দ্বিতীয়ার্ধে EUR/USD পেয়ারের মূল্য বৃদ্ধি পায় এবং 1.0595 লেভেলের আশেপাশে বিক্রেতাদের কোনো কার্যকলাপ না দেখা যায়, তবে পরবর্তী রেজিস্ট্যান্স 1.0625 লেভেলের টেস্টের আগ পর্যন্ত এই পেয়ার বিক্রয় করা স্থগিত করা উচিত। সেখানে ব্যর্থ কনসলিডেশনের পরে শর্ট পজিশন ওপেন করা যেতে পারে। একটি 1.0653 লেভেলে তাৎক্ষণিক রিবাউন্ডের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা রয়েছে, যেখানে 30-35 পয়েন্টের নিম্নমুখী কারেকশনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

This image is no longer relevant

COT রিপোর্ট (কমিটমেন্ট অব ট্রেডার্স):

নভেম্বর 26 তারিখের COT রিপোর্টে শর্ট পজিশনে উল্লেখযোগ্য বৃদ্ধি এবং লং পজিশনে সামান্য বৃদ্ধি দেখা গেছে। ফেডারেল রিজার্ভের সতর্কভাবে সুদের হার কমানোর নীতি মার্কিন ডলারকে ঝুঁকিপূর্ণ সম্পদের তুলনায় আরও আকর্ষণীয় করে তুলেছে, যার মধ্যে ইউরোও রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিকস দেশগুলোর উপর 100% শাস্তিমূলক শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন, যা তার কার্যভার গ্রহণের আগেই ঝুঁকিপূর্ণ সম্পদের উপর চাপ আরও বাড়িয়েছে। COT রিপোর্ট অনুযায়ী, নন-কমার্শিয়াল ট্রেডারদের লং পজিশন 2,029 বৃদ্ধি পেয়ে 156,334 এ পৌঁছেছে, যখন শর্ট পজিশনের সংখ্যা 15,481 বৃদ্ধি পেয়ে 212,343-এ পৌঁছেছে। এর ফলে লং এবং শর্ট পজিশনের মধ্যে ব্যবধান বেড়ে 138 হয়েছে।

This image is no longer relevant

সূচকের সংকেত:

মুভিং এভারেজ: 30-দিন এবং 50-দিনের মুভিং এভারেজের উপরে ট্রেডিং এই ইঙ্গিত দেয় যে ইউরোর মূল্য বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

  • ঘণ্টাভিত্তিক চার্টে 30-পিরিয়ড SMA (সবুজ) এবং 50-পিরিয়ড SMA (হলুদ) বর্তমান প্রবণতার মূল নির্দেশক।
  • MACD ইনডিকেটর: ফাস্ট EMA: 12, স্লো EMA: 26, SMA: 9

বলিংগার ব্যান্ডস: দরপতনের ক্ষেত্রে 1.0535-এর আশেপাশে অবস্থিত বলিংগার ব্যান্ডের নিম্ন সীমা সাপোর্ট হিসাবে কাজ করবে।

সূচকসমূহের বর্ণনা:

  • মুভিং এভারেজ (SMA): মূল্যের অস্থিরতা মসৃণ করে প্রবণতা সনাক্ত করতে সাহায্য করে।
  • বলিংগার ব্যান্ডস: মার্কেটের ভোলাট্যালিটি এবং সম্ভাব্য সাপোর্ট/রেজিস্ট্যান্স লেভেল পরিমাপ করে।
  • MACD: মুভিং এভারেজ কনভারজেন্স/ডাইভারজেন্স বিশ্লেষণ করে প্রবণতার সংকেত সরবরাহ করে।
  • নন-কমার্শিয়াল ট্রেডার: স্পেকুলেটর যারা ফিউচার মার্কেট ব্যবহার করে মুনাফা অর্জন করেন।
  • লং এবং শর্ট পজিশন: বুলিশ বা বিয়ারিশ প্রবণতার প্রত্যাশা নিয়ে ওপেন করা স্পেকুলেটিভ ট্রেড।
EURUSD
Euro vs US Dollar
Summary
Buy
Urgency
1 day
Analytic
Maxim Magdalinin
Start trade
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.