আরও দেখুন
যখন MACD সূচকটি ইতোমধ্যেই শূন্যের উল্লেখযোগ্য উপরে উঠে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.2706 এর লেভেল টেস্ট করে, যা এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল। এই কারণে, আমি পাউন্ড ক্রয় থেকে বিরত ছিলাম। কিছুক্ষণ পরে, 1.2643 লেভেলের আরেকটি টেস্ট ঘটে, সেসময় MACD সূচকটি ওভারবট জোনে ছিল। এটি সেল সিগন্যালের পরিকল্পনা #২ অনুযায়ী এই পেয়ারত বিক্রির সুযোগ তৈরি করেছিল। তবে, পেয়ারটির মূল্য মাত্র ১৫ পিপস কমেছিল এবং কোনো উল্লেখযোগ্য নিম্নমুখী মুভমেন্ট ঘটেনি।
আজ, ট্রেডাররা যুক্তরাজ্যের ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন কার্যক্রম সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে, যা দেশটির অর্থনৈতিক পরিস্থিতি নিরূপণে একটি গুরুত্বপূর্ণ সূচক। যদি এই প্রতিবেদনের ফলাফল নিম্নমুখী হয়, তবে ট্রেডাররা ব্যাংক অফ ইংল্যান্ডের আরও কঠোর পদক্ষেপের প্রত্যাশা করতে পারে, যা পাউন্ড স্টার্লিংয়ের উপর চাপ সৃষ্টি করবে। যদি এই প্রতিবেদনের ফলাফল প্রত্যাশার তুলনায় উল্লেখযোগ্যভাবে নেতিবাচক হয়, তাহলে মার্কেটে ব্রিটিশ মুদ্রার ব্যাপক বিক্রি দেখা যেতে পারে।
বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য নীতির অনিশ্চয়তার প্রেক্ষাপটে অস্থিরতার কারণে পাউন্ডের মূল্য বৃদ্ধি পেয়ে থাকতে পারে। ট্রেডারদের বাড়তি সতর্কতা পাউন্ডের মূল্যের অতিরিক্ত ওঠানামার কারণ হতে পারে। ঝুঁকিপূর্ণ সম্পদের প্রতি কম আগ্রহের ফলে নিরাপদ বিনিয়োগস্থল যেমন মার্কিন ডলারের চাহিদা বাড়তে পারে, যা GBP/USD পেয়ারের উপর পুনরায় চাপ সৃষ্টি করতে পারে।
দৈনিক কৌশলের ক্ষেত্রে, আমি মূলত পরিকল্পনা #১ এবং #২ বাস্তবায়নের উপর নির্ভর করব।
পরিকল্পনা #1:
আজ যখন GBP/USD পেয়ারের মূল্য 1.2754-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.2706-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছাবে তখন আমি পাউন্ড কেনার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.2754-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি (উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের আশা করছি)। আজ সামষ্টিক প্রতিবেদনের শক্তিশালী ফলাফলের উপর পাউন্ডের দর বৃদ্ধির সম্ভাবনা নির্ভর করবে। গুরুত্বপূর্ণ ! কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2:
MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে 1.2681-এর লেভেলে মূল্যের পরপর দুটি টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ড কেনার পরিকল্পনা করছি। এটি এই ইন্সট্রুমেন্টের মূল্যের নিম্নগামী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং বাজারদরকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 1.2706 এবং 1.2754-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির আশা করতে পারি।
পরিকল্পনা #1:
আজ এই পেয়ারের মূল্য 1.2681-এর (চার্টে লাল লাইন) লেভেল ব্রেক করে নিচে নেমে গেলে আমি পাউন্ড বিক্রি করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.2636-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি (এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্টের আশা করছি)। মূল্য উচ্চ লেভেলে থাকা অবস্থায় পাউন্ড বিক্রি করা উচিত হবে। গুরুত্বপূর্ণ ! এই পেয়ার বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্য নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2:
MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে 1.2706-এর লেভেলে মূল্যের পরপর দুটি টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ড বিক্রি করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং বাজারদরকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। আমরা 1.2681 এবং 1.2636-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।