empty
 
 
02.12.2024 08:14 AM
GBP/USD পেয়ারের ট্রেডিংয়ের পরামর্শ এবং বিশ্লেষণ, ২ ডিসেম্বর: ব্রিটিশ পাউন্ডের মূল্য বৃদ্ধি অব্যাহত রয়েছে

GBP/USD পেয়ারের 5M চার্টের বিশ্লেষণ

This image is no longer relevant

শুক্রবার GBP/USD কারেন্সি পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী মুভমেন্ট অব্যাহত ছিল, যদিও এর পেছনে কোনো উল্লেখযোগ্য কারণ ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কেট বন্ধ ছিল, এবং যুক্তরাজ্যেএ সপ্তাহজুড়ে দৃষ্টি আকর্ষণ করার মতো কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট ছিল না। সুতরাং, পাউন্ডের মূল্য বৃদ্ধি সম্পূর্ণরূপে টেকনিক্যাল কারণের উপর নির্ভরশীল বলে মনে হচ্ছে। অন্যান্য বিশ্লেষণেও উল্লেখ করা হয়েছে, ব্রিটিশ মুদ্রার মূল্য প্রায়ই সামষ্টিক অর্থনৈতিক এবং মৌলিক প্রেক্ষাপটের চেয়ে প্রযুক্তিগত কারণে শক্তিশালী প্রবৃদ্ধি প্রদর্শন করে। এটি একটি নেতিবাচক সংকেত। আমরা মনে করি পাউন্ডের পাউন্ডের মূল্যের এই ঊর্ধ্বমুখী মুভমেন্ট ব্যাংক অফ ইংল্যান্ডের (BoE) হকিশ বা কঠোর অবস্থানের সঙ্গে সম্পর্কিত। যৌক্তিকভাবে, যখন ব্যাংক অব ইংল্যান্ড দ্রুত হারে সুদের হার কমাতে শুরু করবে, পাউন্ড আরও দ্রুত হারে দরপতনের শিকার হতে পারে। আমরা মাঝারি-মেয়াদে পাউন্ডের মূল্য বৃদ্ধির জন্য কোনো ভিত্তি দেখতে পাচ্ছি না।

মূল্য 1.2691–1.2701 এর আরেকটি গুরুত্বপূর্ণ এরিয়ায় স্থির হয়েছে, যা পাউন্ডের মূল্যের ঊর্ধ্বমুখী মুভমেন্ট চলমান রাখার সম্ভাবনা বাড়িয়েছে। তবে, গত সপ্তাহে সম্পূর্ণরূপে টেকনিক্যাল কারণে এই পেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, এবং পাউন্ডের মূল্যের এই ঊর্ধ্বমুখী মুভমেন্ট যেকোনো সময় শেষ হতে পারে, কারণ এটি একটি বৃহত্তর কারেকশনের অংশ।

শুক্রবার দুটি টেকনিক্যাল সিগন্যাল তৈরি হয়েছিল, তবে উভয় সিগন্যালই প্রত্যাশা অনুযায়ী কার্যকর ছিল না। প্রথমে, মূল্য 1.2691–1.2701 এরিয়ায় নিচে স্থির হয়েছিল, এরপর এটি আবার এই এরিয়ার উপরে উঠে আসে। কম ভোলাটিলিটির কারণে, কোনো সিগন্যালেই মূল্য লক্ষ্যমাত্রায় পৌঁছায়নি। দুর্ভাগ্যবশত, ট্রেডিং করে কোনো ফলাফলও পাওয়া যায়নি। দ্বিতীয় বাই সিগন্যালটি কার্যকর করার মতো উপযুক্ত ছিল না, কারণ এটি প্রায় সাপ্তাহিক ট্রেডিং শেষ হওয়ার সময় গঠিত হয়েছিল।

COT রিপোর্ট

This image is no longer relevant

সর্বশেষ কমিটমেন্টস অব ট্রেডার্স (COT) রিপোর্ট অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে ব্রিটিশ পাউন্ডের কমার্শিয়াল ট্রেডারদের সেন্টিমেন্ট অত্যন্ত অস্থির হিসেবে পরিলক্ষিত হয়েছে। লাল এবং নীল লাইন, যা কমার্শিয়াল এবং নন-কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশন প্রতিফলিত করে, প্রায়ই পরস্পরকে অতিক্রম করছে এবং শূন্যের কাছাকাছি রয়েছে। লাল লাইনটি শূন্যের নিচে থাকা অবস্থায় এই পেয়ারের মূল্যের সর্বশেষ নিম্নমুখী প্রবণতা দেখা গিয়েছিল। বর্তমানে লাল লাইনটি শূন্যের উপরে রয়েছে, তবে এই পেয়ারের মূল্য গুরুত্বপূর্ণ 1.3154 এর লেভেল অতিক্রম করেছে।

ব্রিটিশ পাউন্ডের জন্য সর্বশেষ COT রিপোর্ট অনুসারে, নন-কমার্শিয়াল গ্রুপ 18,300টি বাই কন্ট্রাক্ট এবং 2,500টি সেল কন্ট্রাক্ট ক্লোজ করেছে, যার সাপ্তাহিক ভিত্তিতে নেট পজিশনের সংখ্যা 15,800 হ্রাস পেয়েছে।

মৌলিক পটভূমি এখনও দীর্ঘমেয়াদে পাউন্ড ক্রয়ের জন্য কোন ভিত্তি প্রদান করছে না, এবং বিশ্বব্যাপী পাউন্ডের মূল্যের নিম্নমুখী প্রবণতা পুনরায় শুরু হওয়ার ঝুঁকি রয়ে গেছে। সাপ্তাহিক টাইমফ্রেমে একটি অ্যাসেন্ডিং ট্রেন্ডলাইন রয়েছে, যার মানে দীর্ঘমেয়াদে এই পেয়ারের দরপতনের সম্ভাবনা এখনও নিশ্চিত করা যায় না। যাইহোক, পাউন্ড এই ট্রেন্ডলাইনটি টেস্ট করার সময়, মূল্য এখনও এটি ব্রেক করে নিচের দিকে যেতে পারেনি। দীর্ঘমেয়াদে এই পেয়ারের মূল্যের একটি রিবাউন্ড এবং কারেকশনের সম্ভাবনা রয়েছে, তবে আমরা আশা করি যে মূল্য এই ট্রেন্ডলাইনটি অতিক্রম করবে, যার ফলে আরও দরপতন ঘটতে পারে।

GBP/USD পেয়ারের 1H চার্টের বিশ্লেষণ

This image is no longer relevant

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে সামগ্রিকভাবে GBP/USD পেয়ারের মূল্যের বিয়ারিশ প্রবণতা বজায় রয়েছে। ফলে, ব্রিটিশ মুদ্রার আরও উল্লেখযোগ্য এবং দীর্ঘমেয়াদী দরপতনের প্রত্যাশা করা হচ্ছে। যদিও এই পেয়ারের মূল্য ডিসেন্ডিং চ্যানেল থেকে বেরিয়ে এসেছে, তবে কারেকশন অবশ্যই শক্তিশালী হতে হবে এমন নয়। প্রযুক্তিগত কারণে মাঝে মাঝে কারেকশন হওয়া প্রয়োজনীয় হলেও, আমরা এখনো পাউন্ড স্টার্লিংয়ের দর বৃদ্ধির জন্য মৌলিক কোনো ভিত্তি দেখতে পাচ্ছি না।

২ ডিসেম্বর ট্রেডিংয়ের জন্য গুরুত্বপূর্ণ লেভেলগুলো হলো: 1.2429-1.2445, 1.2516, 1.2605-1.2620, 1.2796-1.2816, 1.2863, 1.2981-1.2987, 1.3050। সেনকৌ স্প্যান বি (1.2627) এবং কিজুন-সেন (1.2625) লাইনগুলোও সিগন্যালের উৎস হিসেবে কাজ করতে পারে। এই পেয়ারের মূল্য নির্ধারিত দিকে 20 পিপস মুভমেন্টের পর ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। মনে রাখবেন যে ইচিমোকু সূচকের লাইনগুলো দিনের বেলা অবস্থান পরিবর্তন করতে পারে, যা ট্রেডিং সিগন্যাল সনাক্ত করার সময় বিবেচনা করা উচিত।

যুক্তরাজ্যে আজ নভেম্বরের ম্যানুফ্যাকচারিং PMI (দ্বিতীয় অনুমান) প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রে ISM ম্যানুফ্যাকচারিং PMI প্রকাশিত হবে। অবশ্যই, মার্কিন ISM সূচকই অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ।

চার্টের সূচকসমূহের বর্ণনা:

  • মূল্যের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো হচ্ছে গাঢ় লাল লাইন, যার কাছাকাছি মুভমেন্ট শেষ হতে পারে। এগুলো ট্রেডিং সিগন্যাল প্রদান করে না।
  • কিজুন-সেন এবং সেনকৌ স্প্যান বি লাইন হল ইচিমোকু সূচকের লাইন, যা 4-ঘন্টা থেকে এক ঘন্টার চার্টে সরানো হয়েছে। এগুলো শক্তিশালী লাইন।
  • এক্সট্রিম লেভেল হল হালকা লাল লাইন যেখান থেকে মূল্য আগে বাউন্স করেছে। এগুলো ট্রেডিং সিগন্যাল প্রদান করে।
  • হলুদ লাইন হল ট্রেন্ড লাইন, ট্রেন্ড চ্যানেল এবং অন্য কোন প্রযুক্তিগত নিদর্শন।
  • COT চার্টে সূচক 1 প্রতিটি শ্রেণীর ট্রেডারদের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.